ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সেনবাগে নৌকার প্রার্থীকে জেতাতে কাজ করবে জাপা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
সেনবাগে নৌকার প্রার্থীকে জেতাতে কাজ করবে জাপা

নোয়াখালী: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমকে সমর্থন দিয়েছে উপজেলা জাতীয় পার্টি।  

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার অর্জুনতলা ইউনিয়নের বাতাকান্দি স্কুল অ্যান্ড কলেজে এক মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।

  

সেনবাগ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি হাসান মঞ্জুরের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- নৌকার প্রার্থী মোরশেদ আলম, সার্ক চেম্বার অব কমার্সের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, পৌর জাতীয় পার্টির সভাপতি মো. হারুনসহ অনেকে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর বলেন, সেনবাগ উপজেলা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ। আমরা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করব। এলাকার উন্নয়নের স্বার্থে আমরা মোরশেদ আলমকে বিজয়ী করব।

মতবিনিময় সভায় সেনবাগ উপজেলা জাতীয় পার্টির তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
   
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।