ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

শনিবার ‘কালো দিবস’ পালনের ঘোষণা বাম জোটের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
শনিবার ‘কালো দিবস’ পালনের ঘোষণা বাম জোটের

ঢাকা: ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত ‘নিশী রাতের’ নির্বাচনের পাঁচ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী ‘কালো দিবস’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বাম গণতান্ত্রিক জোট থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

   

এতে বলা হয়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে (দিনের ভোট রাতে অর্থাৎ নিশি ভোটে) আওয়ামী লীগ সরকার ক্ষমতা দখল করেছে। এর পর থেকে প্রতি বছর ৩০ ডিসেম্বর দেশব্যাপী কালো দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নিশি ভোটের ৫ বছর পূর্তি উপলক্ষে কালো দিবসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ এক বিবৃতিতে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে দিবসটি সফল করতে জোটের শরিক দলসমূহের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের গণতন্ত্রকামী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে বিবৃতিতে সারাদেশেও অনুরূপ কর্মসূচি পালন করার জন্য প্রত্যেক জেলা শাখাগুলিকে আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৩
আরকেআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।