ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আমরা উন্নয়নের ও শান্তির রাজনীতি করি: শিল্পমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
আমরা উন্নয়নের ও শান্তির রাজনীতি করি: শিল্পমন্ত্রী

নরসিংদী: নরসিংদী-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে।

এর ছোঁয়া মনোহরদী-বেলাবতেও লেগেছে। গত ১৫ বছরে আমার সংসদীয় আসনের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এ উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আমাকে জয়ী করবে।  

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকার আইন শৃঙ্খলার কোনো অবনতি হয়নি। আমি কোনো অন্যায় ও মাস্তানকে প্রশ্রয় দেইনি। সব মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়ন করেছি। এই 

মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সবাই মানুষের ঘরে ঘরে যাবেন। তাদেরকে শেখ হাসিনা ও নৌকার দাওয়াত দেবেন। সবাই উন্নয়নের মার্কা নৌকায় ভোট চাইবেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাবেন। এবার উৎসবমুখর ও আনন্দ ঘন পরিবেশ নির্বাচন হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভুঁইয়া রিটন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, চরমান্দালিয়া  ইউপি চেয়ার‌ম্যান আনিছ উদ্দিন শাহীন সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।  

এর আগে সন্ধ্যায় উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বীরগাঁও উচ্চবিদ্যালয় মাঠে উঠান বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। মানুষ সুখে শান্তিতে থাকে। তাই নৌকা মার্কায় ভোট দিন। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখুন।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।