ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বহিষ্কৃত জাপা নেতা শিপনের গালে চড় মারলেন যুবক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
বহিষ্কৃত জাপা নেতা শিপনের গালে চড় মারলেন যুবক!

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে বহিষ্কৃত জাপা নেতা শেখ ফায়িজ উল্লাহ শিপনের গালে চড় মারার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণার সময় এ ঘটনা ঘটে।

শেখ ফায়িজ উল্লাহ শিপন সদ্য বহিষ্কৃত জাতীয় পার্টির (জাপা) নেতা।

ঘটনার সময় স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের সেলিনা ইসলাম উপস্থিত ছিলেন। তার সামনেই ঘটনাটি ঘটেছে। ফায়িজ উল্লাহ শিপন সেলিনা ইসলামের প্রধান নির্বাচনী এজেন্ট।

জানা গেছে, লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সেলিনা ইসলাম রায়পুর উপজেলার কাফিলাতলী কেএস পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে ঈগল প্রতীকে গণসংযোগ করতে যান। এসময় ভিড়ের মধ্যে থেকে এক যুবক জাপা নেতা ফায়িজ উল্লাহ শিপনকে চড় মারেন। এ ঘটনায় হট্টগোল শুরু হলে সেখানে প্রচারণার কাজ বন্ধ হয়ে যায়। শিপনকে চড় দেওয়া ওই যুবক তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। তার নাম-পরিচয় জানা যায়নি।  

এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। আর ফায়িজ উল্যা শিপন নৌকার নুর উদ্দিন চৌধুরী নয়নকে অভিযুক্ত করে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন।  

অভিযোগে তিনি উল্লেখ করেন, স্বতন্ত্র প্রার্থী ‘ঈগল’ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে কেরোয়া ইউনিয়নের কাফিলাতলা উচ্চবিদ্যালয় মাঠে অতর্কিতভাবে অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়নের (নৌকা প্রতীক পদপ্রার্থী) সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হামলার শিকার হই। এতে আমি শারীরিক আঘাত প্রাপ্ত হই। এ ঘটনায় মো. রাসেল নামে আমাদের একজন কর্মী ইটের আঘাতে গুরুতরভাবে আহত হয়েছেন। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।  
এমতাবস্থায় আমাদের নির্বাচনীয় কার্যক্রম অসম্ভব হয়ে পড়েছে।

নৌকার প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে দায়ী করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন, উনার কারণে কেউ ভোট কেন্দ্রে ভোট দিতে আসবে না। উনি দলীয় প্রভাব বিস্তার করছেন। আমাদের গণসংযোগ চলাকালে সন্ত্রাসী দিয়ে আমার প্রধান নির্বাচনী এজেন্ট এবং একজন কর্মীর ওপর হামলা চালিয়েছে।

শেখ ফায়িজ উল্লাহ শিপন বলেন, নির্বাচনী গণসংযোগ চলাকালে ছাত্রলীগের লোকজন আমাদের ওপর হামলা করে। আমাকে লাঞ্ছিত করে। নুর উদ্দিন চৌধুরী নয়নের লোকজন এ ঘটনাটি ঘটিয়েছে।  

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।  

উল্লেখ্য, গত ২৭ ডিসেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শেখ ফায়িজ উল্যাহ শিপনকে জাপার কেন্দ্রীয় নির্বাহী সদস্য (লক্ষ্মীপুর) পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পেয়ে শিপন গণমাধ্যমকে বলেন, ‘আমি নিজেই জাতীয় পার্টিকে তালাক দিয়েছি। এ দল নোংরা, তারা মনোনয়ন বাণিজ্য করে।

আরও পড়ুন:  স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন করে পদ হারালেন জাপা নেতা

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।