ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কেক কেটে জন্মদিন উদযাপন করলেন ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
কেক কেটে জন্মদিন উদযাপন করলেন ওবায়দুল কাদের কেক কাটছেন ওবায়দুল কাদের।

ফেনী: ফেনীতে কেক কেটে জন্মদিন উদযাপন করেছেন সড়ক পরিহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১ জানুয়ারি) ৭১তম জন্মদিন উদযাপন করেন তিনি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

নজরুল ইসলাম স্বপন মিয়াজী জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর ফেনী শহরের নতুন বাড়িতে জন্মদিন উদযাপন করেন ওবায়দুল কাদের।

তিন দিন নিজ নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ আসনে প্রচার শেষে রোববার (৩১ ডিসেম্বর) নিজাম হাজারীর বাড়িতে রাত্রিযাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এসএইচডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।