ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

১৪, ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
১৪, ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

গাজীপুর: ‘এইবার বুইঝা-শুইনাই নামছি। বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়।

২০১৪ ও ১৮–তে কামডা আমরাই কইরা দিছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয় হেইডা আমরা জানি। হ্যারা কী করতে চাইতেছে, সব জানি। এইডা দেখবেন, ৭ তারিখে প্রমাণ কইরা দিমু। ’

শনিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে গাজীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের নির্বাচনী সভায় এসব কথা বলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, ‘এইডা জনগণের ভোট। দেশি-বিদেশি ও আন্তর্জাতিক সবারই এইহানে চোখ আছে। আমরা বইলা দেই, ভোট বাক্স কন, আর রেজাল্ট কন, এইহানে কোনো দুঃস্বপ্ন বাস্তবায়ন করতে পারবে না। আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন আর ভোটটা দিয়েন। রক্ষা ক্যামনে করতে হয়, হেইডা আমরা দেইহা দিমু। ’

জাহাঙ্গীর আলম বলেন, ‘অনেকেই বলে, ভোট দিব ট্রাকে, যাইবোগা হের মার্কায়। আমি আপনাগো বইলা যাই। ২০১৪ করেছি, ২০১৮ করছি, এটা ২০২৪ সাল। আমার মা জায়েদা খাতুন একজন নারী। কোনো পার্টি ছিল না, কোনো দল ছিল না, একটা বড় নেতা ছিল না। রাষ্ট্রের যন্ত্র সব ব্যবহার করছিল। একটা ভোটও চুরি করতে পারে নাই। এটা তো পুরুষ মানুষের ভোট। বাক্সের মধ্যে হাত দিব আর চুরি ছিনতাই করব, হেইডা পারব না। ’

জাহাঙ্গীর আলম মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে গেছিল সবাই, তারা কইছে, এইবার একটু স্বতন্ত্রকে ঘুরাইয়া দেন। প্রধানমন্ত্রী কইছেন, ১৫ বছর আমি দেখছি। আমি ১৫ বছর দেখছি মানুষকে কী সার্ভিসটা দিছেন, এইবার সেই পরীক্ষাটা জনগণকে দিয়ে আসেন। পরে গেছে পার্টির সাধারণ সম্পাদকের কাছে। গিয়া কইছে স্বতন্ত্ররে আর জাহাঙ্গীররে একটু থামায়া দেন। হ্যায় কইছে, আপনি যদি মন্ত্রী হইয়া স্বতন্ত্রকে ভয় পান, তাইলে নির্বাচনে দাঁড়াইলেন কেন। ’

সাবেক সিটি মেয়র জাহাঙ্গীর আলমের এসব কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটির একাংশ) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক এবং স্বতন্ত্র প্রার্থী কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।