ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় নৌকার ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
নওগাঁয় নৌকার ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন

নওগাঁ: নওগাঁ-৫ সদর আসনের নৌকা প্রার্থী ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জনের ৫টি নির্বাচনী ক্যাম্পে আগুন ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার চকপ্রসাদ হিন্দুপাড়া, আনন্দনগর, চন্ডিপুর, এবং শৈলগাছী ইউনিয়নের শিংবাচা এবং চকচাঁপাই এলাকায় এসব ঘটনা ঘটে।

আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান- সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকরা এসব ঘটিয়েছে।  

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলগুলো পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।