ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।  

শনিবার (৬ জানুয়ারি) ভোর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে নলকা ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

 

ট্রাক চালক রুস্তম বলেন, নারায়ণগঞ্জ থেকে আকিজ সিমেন্টের তিনশ ব্যাগ সিমেন্ট নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিলাম। নলকা ওভারব্রিজ এলাকায় এলে ট্রাকের ইঞ্জিনে সমস্যা হয়। আমি ও হেলপার রনি ট্রাক দাঁড় করিয়ে ইঞ্জিন মেরামতের চেষ্টা করি। এ সময় মাস্ক পরা ৫/৬ জন দুর্বৃত্ত এসে ট্রাকের কেবিনে আগুন ধরিয়ে দেয়। আমরা বাধা দিতে গেলে আমাদের ভয় দেখায়। ট্রাকে আগুন দিয়ে তারা দ্রুত পালিয়ে যায়। তাৎক্ষণিক আমরা বালু দিয়ে আগুন নিভিয়ে ফেলি। এরপর ৯৯৯ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা চলে আসে।  

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত দাঁড়ানো ট্রাকটিতে আগুন দিয়েছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। আগুনে ট্রাকটির কেবিন পুড়লেও মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।