ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ  স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার

কুমিল্লা: স্বতন্ত্র প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।  

নির্বাচন কমিশনের নির্দেশক্রমে উপসচিব (আইন) আব্দুছ সালাম দেবিদ্বার উপজেলার নির্বাচন কর্মকর্তাকে অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারের বিরুদ্ধে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়েরের অনুরোধ জানান।

 

শুক্রবার (৫ জানুয়ারি) উপসচিব আব্দুছ সালাম স্বাক্ষরিত একটি নোটিশ থেকে এ তথ্য জানা যায়।  

নোটিশে উল্লেখ করা হয়, উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৫২ কুমিল্লা-৪ নির্বাচনী এলাকার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক লিটন সরকার গত ৫ ডিসেম্বর দেবিদ্বারের ভানী ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদকে হুমকি দিয়ে বলেন, 'রাজী মোহাম্মদ ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নেই। রাজী মোহাম্মদ ফখরুল তো পরের বিষয় তুই আগে আমার থাবা থেকে বাঁচ, ওপেন চ্যালেঞ্জ দিলাম কমপিটিশন তো দূরের কথা জামানতও থাকবে না। তোর ইউনিয়নে তুই আমার সামনে দাঁড়া, তুই কত বড় সেয়ান হইছস, কত বড় গুণ্ডা হইছস, তুই আমার সম্মুখে কেন নৌকার বিরুদ্ধে নির্বাচন করতাছস। আমি তোর বাড়িতে গিয়ে ধরমু। ' ওই সমর্থক 'সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮' এর বিধি ১১(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন দাখিল করেছেন।

এমতাবস্থায় অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করার জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে নির্দেশনা দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট জেলার পাবলিক প্রসিকিউটরের সহযোগিতায় অভিযুক্ত লিটন সরকারের বিরুদ্ধে অনতিবিলম্বে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুমিল্লায় নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আপনাকে অনুরোধ করা হলো।

কুমিল্লা জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান বলেন, ব্যবস্থা গ্রহণের আদেশ কপি আমরা হাতে পেয়েছি। অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।