ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

রাজনীতি

সরকারের ওপর কোনো দেশের চাপ নেই: শাজাহান খান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
সরকারের ওপর কোনো দেশের চাপ নেই: শাজাহান খান

মাদারীপুর: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এমপি শাজাহান খান বলেছেন, কোনো দেশের চাপ নেই শেখ হাসিনার সরকারের ওপর। যদি চাপ থাকেও, সেটা সরকার বুঝবে।

এটা বিএনপির বোঝার দরকার নেই, জানার দরকার নেই। কোনো চাপ বর্তমান সরকার উপলদ্ধি করছে না।  

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের আব্দুল মালেক মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে বন্যা-আশ্রয়কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

শাজাহান খান বলেন, বহু দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে অভিনন্দন জানিয়েছে, এ সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের ওপর কোনো চাপ নেই বরং আমরা প্রশান্তিতেই আছি।

মাদারীপুর-২ আসনের এমপি আরও বলেন, বিএনপির সব কিছুই অবৈধ, তারা যে কথা বলছে, সেটাও এখন অবৈধ। একটি সংসদ নির্বাচন হয়ে গেলে আগের সংসদ এমনিতেই বাতিল হয়ে যায়। বিএনপি নেতারা বলেন, দুটি সংসদ অবস্থান করছে। সংসদ সম্পর্কে বিএনপির ধারণা অস্পষ্ট। তারা অজ্ঞানের মতো কথা বলছে। সংসদে আসার মানসিকতা নেই বলেই বিএনপি এমন উল্টাপাল্টা কথা বলছে।

বিএনপি সম্পর্কে তিনি বলেন, নির্বাচন বিএনপি অংশ না নিলেও জনগণের ভোটে জিতে আওয়ামী লীগ বার বার সংসদ পরিচালনা করবে। এতে দেশের অনেক উন্নয়নমূলক কাজ হবে। এ কাজে দেশের জনগণ উপকৃত হবে। বিএনপি একটা অগণতান্ত্রিক দল। তারা সন্ত্রাসী দল হিসেবেই বিশ্বে চিহ্নিত হয়েছে। নির্বাচন এলেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। মানুষকে পুড়িয়ে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বিএনপি। তাই বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে তারা।

এসময় উপস্থিত ছিলেন মাদারীপুরের রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, এমপির স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শাহাবুদ্দিন শাহাসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।