ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের শান্তি-গণতন্ত্র সমাবেশ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
আওয়ামী লীগের শান্তি-গণতন্ত্র সমাবেশ শুরু ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বিএনপি-জামায়াতের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তি ও গণতান্ত্রিক সমাবেশ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার (২৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে এই শান্তি ও গণতান্ত্রিক সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এই শান্তি ও গণতান্ত্রিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশ সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু আহমেদ মান্নাফী ও সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হুমায়ুন কবির। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা মহানগর দক্ষিণের নেতারা সমাবেশে বক্তব্য দেবেন।

এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে উপস্থিত হতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিশেষ করে যুব মহিলা লীগের নেত্রীরা দুপুরেই সমাবেশস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৪
এসসি/এসকে/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।