ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা. সম্পাদক সোহেল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সা. সম্পাদক সোহেল 

ময়মনসিংহ: ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রায়হান শরীফ হলুদ বর্তমানে কারাগারে আছেন। এ অবস্থায় সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. নূরুজ্জামান সোহেলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।

 

রোববার (২৮ জানুয়ারি) রাতে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সম্পাদক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ দায়িত্ব দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের গতিশীলতা এবং ধারাবাহিকতা রক্ষায় কেন্দ্রীয়ভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

এদিকে দায়িত্ব পেয়ে নূরুজ্জামান সোহেল বাংলানিউজকে বলেন, সাময়িকভাবে অর্পিত দায়িত্ব পালনে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।  

সেই সঙ্গে খালেদা জিয়া ও ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক রায়হান শরিফ হলুদসহ দলের সবার মুক্তি দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।