ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

রাজনীতি

কর্মসূচি ডেকে নেই বিএনপি, আছে পুলিশ-ছাত্রলীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
কর্মসূচি ডেকে নেই বিএনপি, আছে পুলিশ-ছাত্রলীগ

ঢাকা: নিউমার্কেট এলাকায় কালো পতাকা মিছিলের কর্মসূচি দিয়েও কোনো তৎপরতা নেই বিএনপির। নির্ধারিত সময়ের পর দেড় ঘণ্টা পার হলেও দলের কাউকে সেখানে দেখা যায়নি।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর দুইটা থেকে নিউমার্কেট-নীলক্ষেত এলাকায় ঘুরে বিএনপির কোনো নেতাকর্মী খুঁজে পাওয়া যায়নি।  

নীলক্ষেত মোড়ে আওয়ামী লীগের কর্মী ও পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান ছিল। পুরো এলাকায় ছাত্রলীগের কর্মীদের মোটরসাইকেলসহ টহল দিতে দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে কালো কর্মসূচি হিসেবে পতাকা মিছিলের কর্মসূচি দেয় বিএনপি।

মঙ্গলবার রাজধানীর ঢাকার সাতটি স্থানে বিএনপির মিছিল হওয়ার কথা ছিল। এর মধ্যে মহানগর উত্তর উত্তরা ১২ নম্বর সেক্টর, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে, আর মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে মিছিল করার ঘোষণা দেয় দলটি।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।