ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

রওশনের জাপার প্রেসিডিয়ামে ৪ জনের নাম অন্তর্ভুক্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:৩৭ পিএম, ফেব্রুয়ারি ১, ২০২৪
রওশনের জাপার প্রেসিডিয়ামে ৪ জনের নাম অন্তর্ভুক্ত

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান বেগম রওশন এরশাদের ঘোষিত সিদ্ধান্ত মোতাবেক আগের কমিটি থেকে বাদ পড়া চারজন প্রেসিডিয়াম সদস্যকে পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) জাপার মুখপাত্র সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।



জাপার প্রেসিডিয়াম সদস্য হিসাবে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন, অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন (চাঁদপুর), গোলাম সরোয়ার মিলন (মানিকগঞ্জ), ফখরুজ্জামান জাহাঙ্গীর (রংপুর) এবং জাফর ইকবাল সিদ্দিকী (নীলফামারী)।  

এছাড়া পার্টির কেন্দ্রীয় কমিটি থেকে যাদের অব্যাহতি দেওয়া হয়েছিল কিংবা বহিষ্কার করা হয়েছিল, তারা সবাই স্ব-স্ব পদে বহাল থাকবেন বলেও পার্টি চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলাদেশ সময়: ৫:৩৭ পিএম, ফেব্রুয়ারি ১, ২০২৪ / এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ