ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সংসদে জাপা জনগণের পক্ষে কথা বলতে চায়: চুন্নু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৪
সংসদে জাপা জনগণের পক্ষে কথা বলতে চায়: চুন্নু মুজিবুল হক চুন্নু

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, জাতীয় পার্টি সংসদের সুবিধাবাদী বিরোধী দল হতে চায় না, তারা সক্রিয়ভাবে জনগণের পক্ষে কথা বলতে চায়।  

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বনানীর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, আমরা বিএনপির মতো সরকার পতনে আন্দোলন করি না, আবার ক্ষমতায় যাওয়ার আন্দোলনও করি না।  

২ মার্চ রওশনপন্থিদের কর্মসূচি নিয়ে তিনি বলেন, প্রতিটি দলেরই বিভিন্ন কর্মসূচি থাকে, কিন্তু তাদের কর্মসূচিকে গুরুত্ব দেওয়ার কিছু দেখছি না।

কাকরাইল কার্যালয় দখলের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ব্যবস্থা নেওয়ার কিছু দেখছি না, দলের কেউ কিছু করেনি। তবে বাইরের কেউ বাড়াবাড়ি করলে আইনি ব্যবস্থা নেবো।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, সেটা আমরাও স্বীকার করি, তাদের মতামত ভিন্ন হতেই পারে। কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, তাই অবশ্যই তারা আমাদের সঙ্গে কাজ করবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৪
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।