ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

কারাবন্দি আমানউল্লাহ আমানের বাসভবনে মঈন খান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
কারাবন্দি আমানউল্লাহ আমানের বাসভবনে মঈন খান

ঢাকা: বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কারারুদ্ধ আমানউল্লাহ আমানের বাসভবনে গিয়ে তার সহধর্মিণী সাবেরা আমানকে সমবেদনা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।  

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপি নেতা আমানের মহাখালীস্থ ডিওএইচএসের বাসায় যান তিনি।

এ সময় মৎসজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম উপস্থিত ছিলেন।  

মঈন খান কারারুদ্ধ এ বিএনপি নেতার পরিবারের খোঁজখবর নেন এবং আশাবাদ প্রকাশ করেন যে আইনি প্রক্রিয়ায় পূর্ব দৃষ্টান্ত অনুসরণের রীতিনীতি অনুসরণে আমানকে যেন অবিলম্বে জামিন প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
টিএ/জেএই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।