ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতির পদত্যাগ

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আবদুল জলিলের কাছে গত ৫ মার্চ এক আবেদনে আগৈলঝাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতিসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।

 
সোমবার (১১ মার্চ) বিষয়টি জানাজানি হয়। লিখিত আবেদনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা উল্লেখ করেন সিরাজুল হক।  

এ বিষয়ে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সরদার হারুন রানা বলেন, উপজেলা জাতীয় পাটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে জেলা জাতীয় পার্টি আহ্বায়কের কাছে আবেদন করেছেন। উপজেলা জাতীয় পার্টির সভা করে তাকে দ্রুতই দল থেকে অব্যাহতি দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।