ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

চীন গেল আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
চীন গেল আ. লীগের ৫০ সদস্যের প্রতিনিধিদল

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল চীনে গেছে। সেখানে প্রতিনিধিদলটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেবে।


 
চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এ প্রতিনিধি দলটি শনিবার (২৫ মে) বিকেলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে।
এ প্রতিনিধি দলে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও প্রার্থী প্রথম সংগঠনের নেতারা হয়েছেন।

দলের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, এ প্রতিনিধি দলে রয়েছেন আওয়ামী লীগের সহযোগী ও জাতীয় পত্রিকা সংগঠনের নেতারা। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও জাতীয় সংসদের সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠন লীগের নেতারা এ প্রতিনিধি দলে রয়েছে।

প্রতিনিধিদলটির সদস্যরা চীনের কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা অংশ নেবেন। পাশাপাশি তারা চীনের মানুষ পার্টির নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।