ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

বেনজীরের বন্দুকের ভাষা অস্বীকার করেননি কেন, সরকারকে রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, জুন ৪, ২০২৪
বেনজীরের বন্দুকের ভাষা অস্বীকার করেননি কেন, সরকারকে রিজভী

ঢাকা: ‘বেনজীর-আজিজ আওয়ামী লীগের কেউ নন’ - আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ওবায়দুল কাদের সাহেব বলেছেন আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কেউ দুর্নীতিবাজ নয়।

তাকে বলতে চাই, আপনি কী ডানে বামে তাকিয়ে কথা বলছেন? নাকি আপনাদের স্বভাবসুলভ ডাহা মিথ্যার আশ্রয় নিয়েছেন? আপনার কথাই যদি ঠিক হয়, তবে আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ১৫ মামলা হয়েছিল কীভাবে? এছাড়া অসংখ্য আওয়ামী শীর্ষ নেতাদের নামে কীভাবে মামলা হয়েছিল?

মঙ্গলবার (৪ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় সরকারের উদ্দেশ্যে ‘বেনজীরের বন্দুকের ভাষা অস্বীকার করেননি কেন?’ প্রশ্ন করেন তিনি।

রিজভী বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো আপনারা তাকে অস্বীকার করেননি, এখন কেন? বেনজীর-আজিজদের দুর্নীতির দায় আপনারা কখনোই এড়াতে পারবেন না। তাদের দুজনের দুর্নীতির দায় সরকারের এবং রাষ্ট্রের।

দেশে কোনো আইনি প্রক্রিয়া নেই। সবই আওয়ামী প্রক্রিয়া, সব গোপালগঞ্জ প্রক্রিয়ায় বিএনপি নেতাকর্মীদের কারাগারে নেওয়া হয়, সাজা হয় বলেও তিনি মন্তব্য করেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শীর্ষ নেতা মরহুম আব্দুল জ্বলিল, শেখ সেলিম, আপনি নিজে এবং আপনাদের ঘনিষ্ঠ ব্যবসায়ী নেতারা গোয়েন্দাদের কাছে স্বীকারোক্তি দিয়েছিলেন। সেটি কিন্তু এখনো অনলাইন মিডিয়ায় ভাইরাল। ব্যাংক খালি হওয়া, লাখ লাখ কোটি টাকা পাচার হয়ে যাওয়া, আওয়ামী ঘনিষ্ঠ বিপুল অংকের ঋণ খেলাপি, নজিরবিহীন আর্থিক কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তারা কী তাহলে আওয়ামী লীগের মাঝারি নেতা?

রিজভী আরও বলেন, আপনার কথায় মনে হয়, মাঝারি নেতাদের দুর্নীতি করার অধিকার রয়েছে। আপনাদের কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর বের হচ্ছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজীর যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো তাকে অস্বীকার করেননি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সিরাজুল ইসলাম, দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপুসহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, জুন ৪, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।