ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
হাসপাতাল থেকে বাসার পথে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ১১ দিন চিকিৎসা নেওয়ার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরছেন।  

মঙ্গলবার (২ জুলাই) বিকেল ৫টা ৪৫ মিনিটে হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।  

এর আগে গত ২২ জুন রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। ২৪ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়।

দুর্নীতির মামলায় কারাদণ্ডিত খালেদা জিয়ার সাজা শর্তসাপেক্ষে স্থগিত করে তাকে মুক্তি দিয়েছে সরকার। তিনি গুলশানের বাসায় থেকে এর আগেও বিভিন্ন সময় এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২৪
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।