খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আওয়ামী লীগের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে।
জানা যায়, রোববার (৪ আগস্ট) সকাল ১১টায় শহরের শাপলা চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শতাধিক মানুষ অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এতে আশপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে পাশেই দলীয় কার্যালয়ে আগে থেকে অবস্থান নেওয়া আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল করলে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছে। এ সময় ইটের আঘাতে বাংলাভিশন টিভির প্রতিনিধি এইচ এম প্রফুল্ল আহত হন।
ঘটনার পর থেকে শাপলা চত্বর, কোর্ট বিল্ডিং, শহীদ কাদের সড়কসহ আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল ও দোকানপাট।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মো. তানভীর হাসান পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
এডি/এএটি