ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

শনির আখড়ায় জড়ো হচ্ছে আন্দোলনকারীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০২৪
শনির আখড়ায় জড়ো হচ্ছে আন্দোলনকারীরা

‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে আজ সোমবার(৫ অগাস্ট) সকাল থেকে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা। ছোট ছোট দলে বিভক্ত হয়ে তাদের আন্দোলনে যোগ দিতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সকাল ৯টার পর থেকেই ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর আখড়ায় জমায়েত হচ্ছে আন্দোলনকারীরা। তবে এসময় ওই এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে দেখা যায়নি।  

গতকাল রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের একটি অংশের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের সংঘর্ষ, বিভিন্ন স্থানে সংঘর্ষে মৃত্যুর খবরের পর অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে সরকার।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, আগস্ট ০৫, ২০২৪

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।