ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি অনু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
জামিন পেলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি অনু জামিন পাওয়া পর অনুকে ফুলের মালা দিয়ে বরণ করছেন অন্য নেতারা।

ফরিদপুর: ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু জামিন পেয়েছেন।  

বুধবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলা জজ আদালতের বিচারক আকবর আলী খান তার জামিন মঞ্জুর করেন।

 

আদালতে কর্মরত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) হারুন-অর-রশিদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

এর আগে ২৩ মে ফরিদপুর শহরের বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পৌর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রদলের কর্মীসভা থেকে অনুকে গ্রেপ্তার করা হয়।

২০২২ সালের ৪ জুলাই রাতে ফরিদপুর জেলা সদরের বায়তুল আমান বটতলা এলাকায় দুর্বৃত্তরা সবুজ মোল্লা নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ২০২২ সালের ৬ জুলাই নিহত সবুজের বাবা শহীদ মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় জেলা ছাত্রদলের সভাপতি অনুসহ ১০ জনের নামোল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮/১০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।