ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

রাজনীতি

‘নষ্ট’ রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না সোহেল তাজ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
‘নষ্ট’ রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না সোহেল তাজ ফাইল ছবি

ঢাকা: দেশের এই ‘পচা, নোংড়া ও নষ্ট’ রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চান না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে নিরাপত্তাজনিত বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এমনটি জানান।

সোহেল তাজ বলেন, আমার কথা স্পষ্ট। আমি বারবার বলেছি, আমার রাজনীতিতে আসার কোনো সম্ভাবনা নেই। পচা, নোংড়া ও নষ্ট রাজনৈতিক সংস্কৃতিতে ফিরতে চাই না।

তিনি আরও বলেন, আমি মনে করি, কোনো রাজনৈতিক দলের ওপরই প্রতিহিংসা বা নিপীড়ন করা সঠিক নয়। যে দলেরই হোক। এখানে অনেক নিরীহ নেতাকর্মী আছেন। তাদের ওপর অত্যাচার ও নিপীড়ন করার নিন্দা জানাচ্ছি।

সোহেল তাজ বলেন, আমি আওয়ামী লীগসহ অন্য দলগুলোকে বলতে চাই, ভবিষ্যেতে এগিয়ে যেতে হলে একটু আত্মসমালোচনা ও আত্মউপলব্ধি করাটা খুব প্রয়োজন।  

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২৪
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।