ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভালুকায় বিএনপির বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন বাচ্চুর নামে মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
ভালুকায় বিএনপির বহিষ্কৃত নেতা ফখরুদ্দিন বাচ্চুর নামে মামলা 

ময়মনসিংহ: ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক পদ থেকে সদ‍্য বহিষ্কৃত ফখরুদ্দিন আহমেদ বাচ্চুর নামে মামলা হয়েছে।  

সোমবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাদী হয়ে ভালুকা মডেল থানায় এ মামলা করেন।

মামলায় অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।  

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কিছু ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে অনৈতিক কাজে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ শীর্ষ নেতারা এ বিষয়ে সবাইকে বার বার সতর্ক করে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছেন। সেই সঙ্গে দলের ভাবমূর্তি বিনষ্টকারীদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।