কুমিল্লা: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ’
যতটুকু সময় দরকার সংস্কারের জন্য, ঠিক ততটুকু সময় নেওয়ার পর নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তিনি।
বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নানকরা হজরত আয়েশা সিদ্দিকা রাযিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসার নতুন ভবন ও মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘যে জাতি ইতিহাস ভুলে যায়, তারা বেশি দূর যেতে পারে না। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন, যেন জনগণ তাদের অধিকার ফিরে পায়। ’
মাদরাসার প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মুজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানসহ অনেকে।
আলোচনা শেষে বন্যার্তদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ ও মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসআই