ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রানা গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রানা গ্রেপ্তার

পাবনা (ঈশ্বরদী): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা ওরফে জিএস রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারপুর কোর্টপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
 
রানা ঈশ্বরদী শহরের মধ্য অরোণকোলা এলাকার ডা. আকমল হোসেনের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার কর্মসূচিতে যুবদল কর্মীদের লক্ষ্য করে গুলি করে চারজনকে আহত করার অভিযোগে করা মামলায় রানাকে গ্রেপ্তার করা হয়েছে। ঈশ্বরদীর শৈলপাড়ার মৃত আব্দুল রশিদের ছেলে নজরুল ইসলাম বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জনকে আসামি করে মামলাটি করেন। মামলায় মাসুদ রানা চার নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার বাদী নজরুল ইসলাম ওই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।