ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়: জি এম কাদের 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়: জি এম কাদের 

ঢাকা: জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, তরুণদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে।

আবারো প্রমাণ হয়েছে, তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মতো ভেসে যায়। আমাদের সন্তানরা স্বৈরাচারের গুলির সামনে বুক পেতেছে অসীম সাহসে। ছাত্ররা জীবন দিয়ে স্বৈরাচারকে পরাজিত করেছে।  

তিনি বলেন, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ভোটারের সংখ্যা প্রায় চার কোটি। এ তরুণ ও যুবকদের ভোটেই আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই, তরুণদের আকৃষ্ট করতে আগামীতে জাতীয় পার্টি নতুন ধারার রাজনীতি করবে।  

রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় তরুণ পার্টির সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

জি এম কাদের বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ছাত্রদের সমর্থন দিয়েছি। ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। আমি ৩ জুলাই সংসদে শেখ হাসিনার সামনে বক্তৃতায় বলেছি.... ছাত্রদের দাবি যৌক্তিক। চাকরিতে কোটা পদ্ধতি সংবিধান পরিপন্থি। দেশের মানুষ বৈষম্যের বিরুদ্ধে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। ৬ জুলাই গাজীপুরে জাতীয় পার্টির সম্মেলনে আমি বলেছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যৌক্তিক। কোটা পদ্ধতি স্বাধীনতাযুদ্ধ ও মুক্তিযুদ্ধের পরিপন্থি। জাতীয় পার্টি যৌথসভা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সর্বতোভাবে সমর্থন দিয়েছে।  

জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন মৃধার সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোড়ল জিয়াউর রহমানের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, জহিরুল ইসলাম জহির, মনিরুল ইসলাম মিলন, মো. আরিফুর রহমান খান, উপদেষ্টা মাইনুর রাব্বী চৌধুরী রুম্মন, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী, সালাউদ্দিন আহমেদ মুক্তি, আহাদ ইউ চৌধুরী শাহীন, সম্পাদকমণ্ডলী মো. হুমায়ুন খান, আনোয়ার হোসেন তোতা, এম এ রাজ্জাক খান, ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন, যুগ্ম সম্পাদক এম এ সুবহান, অ্যাডভোকেট আবু তৈয়ব, মাহমুদ আলম, নাজিম উদ্দিন, কেন্দ্রীয় নেতা মো. সামছুল হুদা, রেজাউল করিম, এ কে এম নুরুজ্জামান জামান, মো. জাকির হোসেন খান, হুমায়ুন কবির শাওন, ওমর আলী মান্নাফ, মাহমুদুল হক মনি, জাতীয় তরুণ পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সাদেকুর মিয়া, এনামুল হক, কামাল উদ্দিন স্মরণ, মাইনুদ্দিন মণ্ডল, হালিম হাওলাদার, আমজাদ প্রধান, মনিরুজ্জামান হিরন, আবু ইউসুফ, আবু কাউসার, আরিফুল ইসলাম আরমান, মইনুদ্দিন খোকা,  উজ্জ্বল হোসেন, মামুন হোসেন, বেলাল আহমেদ, শ্রী উজ্জ্বল কুমার সাহা, কামাল পাশা, মো. দেলোয়ার হোসেন, আব্দুল হাকিম, মো. নান্নু মিয়া, মো. ইউসুফ হাওলাদার, বেলাল আহমেদ, মো. মনিরুজ্জামান, মো. সাইফুজ্জামান, মো. শেখর, কামাল হোসেন, মো. সোহাগ, মো. আক্তারুজ্জামান ও মো. রুবেল  হুসাইন।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৪
এসএমএকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet