ঢাকা, সোমবার, ১৮ কার্তিক ১৪৩১, ০৪ নভেম্বর ২০২৪, ০২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
কিশোরগঞ্জে যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজার এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

পরে শুক্রবার (৪ অক্টোবর) সকালে তাকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়।  

কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্যামল মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

এদিকে শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারকৃত আসামি অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে কিশোরগঞ্জ-১ নম্বর আদালতে হাজির করলে বিচারক জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি হিসেবে অ্যাডভোকেট মীর আমিনুল ইসলাম সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
জেএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।