ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে শাহবাগ থানা বিএনপির লিফলেট বিতরণ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
রাজধানীতে শাহবাগ থানা বিএনপির লিফলেট বিতরণ 

ঢাকা: সন্ত্রাসী, দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শাহবাগ থানা বিএনপি।  

মঙ্গলবার (৮ অক্টোবর -২৪) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা কাঁচা বাজার, কাকরাইল ও রমনা থানা এলাকায় এ লিফলেট বিতরণ করেন বিএনপির নেতৃবৃন্দ।

 

লিফলেট বিতরণ কালে ২০ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক রাইসুল ইসলাম চন্দন বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যামে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু দূর্বৃত্ত ও সন্ত্রাসীগোষ্ঠী সরকারি, বেসরকারি, ব্যাক্তি মালিকানাধীন বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, দখলদারী, লুটপাট ও চাঁদাবাজির ঘটনা ঘটাচ্ছে এবং বিএনপির নেতাকর্মীদের নাম ভাঙিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমরা বিএনপির নেতৃবৃন্দ জননেতা মির্জা আব্বাসের নির্দেশে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডকে প্রতিহত করবো ইনশাআল্লাহ।  

তিনি বলেন, আমাদের সন্ত্রাস বিরোধী আন্দোলনে ঢাকাবাসীর সহযোগিতা চাই। আমরা ঢাকাবাসীকে সকল ধরনের সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

লিফলেট বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন আবদুল রশিদ, আবদুল আউয়াল, মো. মিজান, মো. শামীম, মো. জাহিদ, মো. জানি, মো. আফরোজ, মো. রহিম, মো. কাউসার, মো. শাওন, মো. উজ্জ্বল, মো. ফারুক, মো. সোহেল, মো. স্বপন, মো. আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
টিএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।