ঢাকা বিশ্ববিদ্যালয়: বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর উত্তরায় গুলিবিদ্ধ হয়ে আহত ইমরান হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শনিবার (১২ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে একটি দল ইমরানকে দেখতে গেছে।
এর আগে হাসপাতালে ইমরানকে কেউ দেখতে আসেননি। চিকিৎসার পেছনে নিজের জমানো অর্ধলাখ টাকা খরচ হয়ে যাওয়ার পর অনেকটা দিশেহারা হয়ে পড়েছিলেন তিনি।
বৈষম্যবিরোধী আন্দোলনে ১৮ জুলাই রাজধানীর উত্তরায় পুলিশের গুলিতে আহত হন ইমরান। চিকিৎসার জন্য প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে চোখের চিকিৎসার জন্য বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। ইতোমধ্যে তিনি একটি চোখ হারিয়েছেন। এছাড়া তার শরীরে ছররা গুলি রয়েছে।
শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাকে এখন পর্যন্ত কেউ দেখতে আসেননি। কারণ আমার পরিবার বলতে কিছু নেই’।
এ ঘটনা জানার পর তাকে দেখতে গেছেন ছাত্রদলের নেতারা।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বাংলানিউজকে বলেন, আমরা তাকে দেখতে গিয়েছিলাম। আমাদের সঙ্গে ছাত্রদলের ডাক্তাররা গেছেন। তারা ইমরানের হাতে কিছু টাকা দিয়ে এসেছেন। এছাড়া তার টেস্ট করাতে হচ্ছে বাইরে। সেগুলোও আমরা দেখবো। যেহেতু তার কোনো পরিবার নেই, ছাত্রদল তার পরিবার হিসেবে পাশে থাকবে।
বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
আরবি