ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভৈরবে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
ভৈরবে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু গ্রেপ্তার

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি আলী মনসুর রাজুকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশ।  

রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ফেরিঘাট মিনাবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 
পরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।  

গ্রেপ্তার আসামি আলী মনসুর রাজু (৫০) উপজেলার ভৈরবপুর উত্তরপাড়া এলাকার আড়াই ব্যাপারি বাড়ির মৃত শেখ তারা মিয়ার ছেলে।

ভৈরব র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মো. শহিদুল্লাহ ও ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ভৈরব থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে আলী মনসুর রাজুকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।