ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

অধ্যাপক আব্দুল আলিম ফের রাঙামাটি জেলা জামায়াতের আমির নির্বাচিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
অধ্যাপক আব্দুল আলিম ফের রাঙামাটি জেলা জামায়াতের আমির নির্বাচিত অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম। 

রাঙামাটি: আগামী ২০২৫-২৬ সেশনের জন্য সদস্যদের (রুকন) প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি জেলায় পুনরায় আমির নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলিম।  

রাঙামাটি জেলা জামায়াতের বার্ষিক সদস্য (রুকন) সম্মেলনে এ ভোট গ্রহণ করা হয়।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমির জামায়াত ভোটের ফলাফল ঘোষণা করেন।

পুরুষ ও মহিলা রুকনগণ প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট দেন।

জামায়াত ইসলামী কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিভাগ সম্পাদক মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তা থেকে এ তথ্য জানা গেছে।

জামায়াতের সব ধরনের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সর্বোচ্চ ভোট প্রাপ্ত ব্যক্তিই নির্বাচিত হন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী নেতৃত্ব নির্বাচনে কোনো প্রার্থী থাকেন না। কেউ পদ প্রত্যাশী হলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

অধ্যাপক মো. আব্দুল আলিম ২০০১ সালে রাঙামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি, ২০০২ সালে রাঙামাটি পৌর জামায়াতের আমির নির্বাচিত হয়েছিলেন।

বর্তমানে তিনি আল আমিন মাদরাসায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপক পদে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।