ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

আমরা চাই শেখ হাসিনা যাতে এদেশে রাজনীতি করতে না পারে: জয়নুল আবদিন

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
আমরা চাই শেখ হাসিনা যাতে এদেশে রাজনীতি করতে না পারে: জয়নুল আবদিন

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দেন, এটা আমরা চাই না। আমরা চাই, যিনি গণহত্যা চালিয়েছেন, গত ১৬ বছর আমাদের ওপর জুলুম নির্যাতন করেছেন, হামলা-মামলা করেছেন, সে শেখ হাসিনা যাতে এদেশে রাজনীতি করতে না পারে।

এটা আপনার (প্রধান উপদেষ্টা) কাছে আমাদের আশা।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সাংহতি দিবসকে পুনরায় সরকারি ছুটি ঘোষণার দাবিতে আয়োজিত এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ উন্মুক্ত গণতান্ত্রিক পরিষদ।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে জয়নুল আবদিন ফারুক আরও বলেন, গত ১৬ বছর যারা ভোট দিতে পারেনি, আপনার (অন্তর্বর্তী সরকার) মাধ্যমে তারা যেন সুস্থভাবে ভোট দিতে পারে- এটা আমাদের চাওয়া। তাই অতি তাড়াতাড়ি একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। অচিরেই একটি নির্বাচনের রোড ম্যাপ তৈরি করুন। যে নির্বাচনে মাধ্যমে এ দেশের জনগণ ভোটের অধিকার ফিরে পাবে। দেশের জনগণ তাদের পছন্দমতো প্রতিনিধি নির্বাচিত করবেন। তখন একটা সংসদ হবে, সেই সংসদে সিদ্ধান্ত হবে রাষ্ট্রপতি কে হবে। সংবিধানের কি হবে।

তিনি বলেন, আমরা জোর করে কোন প্রতিনিধি হতে চাই না। ২০১৪ সালের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হয়ে সংসদ গঠন করতে চাই না। ২০১৮ সালের মতো দিনের ভোট রাতে চাই না। আমরা একটা সুস্থ নির্বাচন চাই। যে নির্বাচনে দেশের জনগণ নিজের ভোট নিজে দেবে। নিজের পছন্দমতো প্রার্থীকে বিজয়ী করবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার অহংকার ছিল, তার পতন হয়েছে। সে এখন দিল্লির একটি আশ্রয় কেন্দ্রে আছে। তারপরও দেশের বিরুদ্ধে চক্রান্ত শেষ হয়নি। নতুন করে চক্রান্ত শুরু হয়েছে। তাই আমাদের নেতা (তারেক রহমান) বলেছেন, সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে সজাগ থাকতে হবে।

প্রতীকী অবস্থান কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতউল্লাহ, কৃষক দলের সহ-সভাপতি ভিপি ইব্রাহিম, সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর, ছাত্রদলের সাবেক নেত্রী রুমা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।