ঝিনাইদহ: দেশে শেখ হাসিনা-শেখ সেলিমের প্রেতাত্মারা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদিন ফারুক।
তিনি বলেছেন, বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে ঝিনাইদহ শিশু একাডেমিতে প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে ফারুক এ কথা বলেন।
বিএনপির এ নেতা আরও বলেন, ১৯৭১ সালে ইয়াহিয়ার সঙ্গে আঁতাত করে শেখ মুজিবুর রহমান রাওয়াপিন্ডি জেলে চলে গিয়েছিলেন। যাওয়ার সময় স্যুটকেস ভরে কাপড় নিয়ে গিয়েছিলেন। শেখ হাসিনাও পালানোর সময় বাবার মতো স্যুটকেস ধরে ডলার নিয়ে গেছেন। বাবা নিয়েছেন কাপড়, আর তিনি নিয়েছেন ডলার।
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোমিনুর রহমান, প্রয়াত মসিউর রহমানের ছেলে ও ড্যাবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. ইব্রাহীম রহমান বাবু।
স্মরণসভা শেষে প্রয়াত মসিউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
২০২২ সালের ১ নভেম্বর ঝিনাইদহ শহরের নিজ বাসায় ইন্তেকাল করেন ঝিনাইদহ-২ আসনে বিএনপি দলীয় চারবারের সংসদ সদস্য মসিউর রহমান।
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৪
এইচএ/