ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে: নয়ন

গাইবান্ধা: শেখ হাসিনাকে খুনি আখ্যা দিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

তিনি বলেন, ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা বিগত ১৬ বছর দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন করেছেন, খুন ও গুমের রাজনীতি করেছেন।

প্রতিটি সেক্টরে দুর্নীতি-লুটপাট করে বিদেশে অর্থ-সম্পদ পাচার করেছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। পাচার করা অর্থ ফেরতসহ তাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, গত ৫ আগস্টের পর দেশে বিএনপির মিছিল-মিটিংয়ে শতশত মানুষের উপস্থিতি হয়। আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আওয়ামী লীগের কোনো চিহ্নিত দালাল, চাঁদাবাজ এবং দুর্বৃত্ত মিছিলে ঢুকতে না পারে। গত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে বিএনপির অনেক নেতাকর্মী নিজেকে যোগ্য প্রমাণ করেছেন। কিন্তু নতুনদের ভিড়ে সেই নেতারা যাতে হারিয়ে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।  

পথসভার আগে নুরুল ইসলাম নয়ন জনগণের মধ্যে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তার সঙ্গে জেলা ও উপজেলা পর্যাযের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নুরুল ইসলাম নয়ন সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দর ও সাদুল্লাপুর উপজেলা শহরে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাদুল্লাপুর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা। এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি।  

আগামীতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচন পর্যন্ত সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।