ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে আজ যে পথ দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
রাজধানীতে আজ যে পথ দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা শোভাযাত্রায় অংশ নিতে নয়াপল্টনে বিএনপির বিপুল নেতা-কর্মী। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ (শুক্রবার) বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি।  

শোভাযাত্রা শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ হচ্ছে।

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সকাল থেকেই জড়ো হন দলটির বিপুলসংখ্যক নেতা-কর্মী।  

বিএনপি জানায়, শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হবে।

এর আগে ৭ নভেম্বর বিএনপি নয়াপল্টন থেকে শান্তিনগর বা মালিবাগ পর্যন্ত শোভাযাত্রা করত। এবার মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৪
ইএসএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।