ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামীকেই জনগণ চায়: হেলাল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২৪
কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামীকেই জনগণ চায়: হেলাল

বরিশাল: বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ৫ আগস্ট বিপ্লবের মূল স্পিরিট হচ্ছে একটি বৈষম্যহীন বাংলাদেশ। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

যা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই চেয়ে আসছে। কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীকেই জনগণ চায়। অতএব আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ মুক্ত ইসলামের বাংলাদেশ।  

শনিবার (৯ নভেম্বর) বরিশাল জেলা আমির হিসেবে অধ্যাপক মাওলানা আব্দুল জব্বারের শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরিশাল জেলা শিল্পকলা অ্যাকাডেমির মিলনায়তনে এ শপথ হয়।

আমিরে জামায়াতের পক্ষে শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শূরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখর উদ্দিন খান রাযী, জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবীর সঞ্চালনায় রুকন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, ড, মাহফুজুর রহমান, সহকারি সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অধ্যাপক সাইয়েদ আহমদ খান কর্মপরিষদ সদস্য অধ্যাপক মনিরুল ইসলাম হাফেজ সাইফুল ইসলাম অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন অ্যাডভোকেট আজম খান মাওলানা কামরুল ইসলাম খান অধ্যাপক মোশাররফ হোসাইন অধ্যাপক সাইফুল ইসলাম ও মো. সাইফুর রহমান নুরুল হক সোহরাব।

উপজেলা আমিরদের মধ্যে উপস্থিত ছিলেন  আগৈলঝাড়া উপজেলা আমির অধ্যাপক মাওলানা আলাউদ্দিন মিয়া গৌরনদী উপজেলা আমির মাওলানা আল আমিন হোসাইন উজিরপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা কাওসার হোসাইন বানারীপাড়া উপজেলা আমির অধ্যাপক খলিলুর রহমান শাহাদাত বাবুগঞ্জ উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম মুলাদী উপজেলা আমির মাওলানা আবু সালেহ হিজলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা নুরুল আমিন কাজিরহাট থানা আমির মাওলানা আবুল হোসাইন মেহেন্দিগঞ্জ উপজেলা আমির মাওলানা শফিকুল ইসলাম ও বাকেরগঞ্জ উপজেলা আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।

জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার শপথ শেষে রুকন সম্মেলনে আগত ভাই বোনদের উদ্দেশে বলেন, আমিরের দায়িত্ব অর্পিত হওয়ায় প্রথমে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে এ দায়িত্ব আমি চেয়ে নেইনি আপনারাই দিয়েছেন অতএব আমাকে সহযোগিতা করতে হবে। সংগঠনের প্রত্যেকটি কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে এবং গঠনতন্ত্র ও সংগঠন পদ্ধতির আলোকে মান সংরক্ষণ ও মান উন্নয়ন এবং সংগঠন সম্প্রসারণে অব্যাহত রাখতে হবে।

গত ২৪ অক্টোবর বৃহস্পতিবার কেন্দ্রীয় কর্মপরিষদ বৈঠকে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার নাম ঘোষণা করেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর বরিশালে অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলনে বরিশাল জেলার সদস্যরা (রুকন) ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা আমির নির্বাচনে ভোট দেন। কেন্দ্র থেকে পাঠানো প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মাসুম স্বাক্ষরিত ব্যালট পেপারে পুরুষ ও মহিলা রুকনরা ভোট দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।