ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আ. লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: আজিজুল বারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
আ. লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: আজিজুল বারী কথা বলছেন আজিজুল বারী হেলাল।

বাগেরহাট: জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা নিজের দলের পিতার ছবি বাদ দিয়ে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাজনৈতিক মাঠে পানি ঘোলার অপচেষ্টা করছেন।

জনগণ এই অপচেষ্টা রুখে দেবে। প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা সব অপচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

দেশ ও দলের স্বার্থে দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম ভুঁইয়া তানুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজিজুল বারী বলেন, বর্তমান ইউনূস সরকার জনগণের আন্দোলনের ফসল, আপনাদের শুধু সংস্কার করলে হবে না, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করুন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত‘র সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান, সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, খাদেম মিয়া মূল নাসির আলাপ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেছার উদিদ্ন সফি, খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. তৈয়বুর রহমান প্রমুখ।

সমাবেশ শেষে সমাবেশে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।