ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না: দুলু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না: দুলু 

লালমনিরহাট: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবীব দুলু বলেছেন, প্রতিদিনই আমরা আইনশৃঙ্খলার অবনতি দেখছি। এতে মনে হচ্ছে পতিত সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

নির্বাচিত সরকার ছাড়া দেশ সুষ্ঠুভাবে চলতে পারে না।  

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে বিএনপির মূল দাবি ছিল সংস্কার করে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করে দেওয়া। আমরা মনে করি যতদিন পর্যন্ত অবাধ-নিরপেক্ষ নির্বাচন হবে না, ততদিন স্বাভাবিক অবস্থা দেশে ফিরে আসবে না।  

তিনি আরও বলেন, আমরা আশা করি সরকার অতি দ্রুত অল্প সময়ের মধ্যে সংস্কারকাজ শেষ করে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবে। যে নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তার মনোনীত ব্যক্তিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করতে পারবে। একটি রাজনৈতিক সরকারের দায়িত্ব দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করে দেশের মানুষকে সংগঠিত করা। দেশের সার্বিক উন্নয়নের নেতৃত্বে দেওয়া।

এ সময় অন্যদের মধ্যে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এ কে এম মমিনুল হক, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুন হোসেনসহ রংপুর বিভাগের বিএনপির নেতাকর্মীরা বক্তব্য দেন।

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। আগামী ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্য দিয়ে এ আসর শেষ হবে।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।