ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগ তাদের পাপের কারণে পালিয়ে বেড়াচ্ছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
‘আ.লীগ-যুবলীগ-ছাত্রলীগ তাদের পাপের কারণে পালিয়ে বেড়াচ্ছে’

মাদারীপুর: আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিজেদের পাপের কারণে পালিয়ে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।  

শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে সারা দেশে জেলাভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন বলেন।

 

আব্দুল মোনায়েম মুন্না বলেন, রাষ্ট্রের পট পরিবর্তনের পরে আমাদের দল বিএনপি যখন ক্ষমতা থেকে বিদায় নেয় তখন কিন্তু আমাদের দেশ থেকে পালাতে হয়নি। আমরা তো দেশে ছিলাম। নিজের এলাকায় ছিলাম। আমাদের ওপর হামলা হয়েছে। আমাদের নামে মামলা হয়েছে। তারপরও আমরা রাজনীতির মাঠ থেকে পালিয়ে যাইনি। আমরা পরবর্তী সময়ে ঠিকই আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত হয়ে পড়েছি। কিন্তু আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নিজেদের পাপের কারণে পালিয়ে বেড়াচ্ছে।

শাজাহান খানের সমালোচনা করে তিনি বলেন, শাজাহান খান জাসদের গণবাহিনীর দুর্ধর্ষ সন্ত্রাসী ছিলেন। এরপর শ্রমিক নেতা, শ্রমিক নেতা থেকে গুণ্ডাবাহিনীর প্রধান হয়েছেন। আজকে তার পাপের ফল তার সন্তানসহ তিনি নিজে ভোগ করছেন’

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন - যুবদলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদ্য সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দীন সুমন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মামুন হাশেমী দিপু,কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার,সাধারণ সম্পাদক অ্যাড. মাসুদ পারভেজ, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল আহসানসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।