ফেনী: ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু বলেছেন, দেড় থেকে দুই বছরের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দেওয়া উচিত।
শনিবার দুপুর ১২টায় ফেনী শহরের একটি মিলনায়তনে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, ভারতের সঙ্গে বিগত সরকারের গোপন চুক্তিগুলো প্রকাশ্যে আনতে হবে এবং বাতিল করতে হবে।
মজিবুর রহমান মনজু আরো বলেন, সামনের নির্বাচনে চেষ্টা থাকবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার।
সভায় আরো বক্তব্য দেন দলের যুগ্ম সদস্য সচিব আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, দেশের মানুষ একটা পরিবর্তন চেয়েছে। সেটি হয়েছে।
এবি পার্টির ফেনী জেলা আহবায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী শাহ আলম। সঞ্চালনা করেন দলের ফেনী জেলা কমিটির সদস্য সচিব অধ্যাপক ফজলুল হক।
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
এসএইচডি/এমএম