খুলনা: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বৈষম্যহীন একটি মানবিক সমাজ গড়তে মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় খুলনার ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক পথ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, এমন একটি বৈষম্যহীন মানবিক সমাজ আমরা হাতে হাত মিলিয়ে গড়ে তুলবো। এমন একটি সমাজ আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। আদালতের দরজায় গিয়ে কাঁদতে হবে না ন্যায় বিচার পাওয়ার জন্য। অথচ আদালত বাধ্য থাকবে মানুষকে ন্যায় বিচার দিতে। ন্যায় বিচারের ভিত্তিতে একটি দেশ ও জাতি গঠন না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলতে থাকবে। সেই লড়াইয়ে আপনাদের কাছে কিছু জিনিস চাইবো আমরা যদি ন্যায়ের পথে কল্যাণের পথে থাকি আপনারা একটু আমাদের ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সাতক্ষীরা জেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম মুকুল।
উপজেলা আমীর মাওলানা মোক্তার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শেখ সিরাজুল ইসলামের পরিচালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন খুলনা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল ও জেলা সহকারী সেক্রেটারি মুন্সি মঈনুল ইসলাম।
পাইকগাছা উপজেলা গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশে সকাল ১০ টায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। এরপর দুপুর ২ টায় কয়রা উপজেলার কপোতাক্ষ কলেজ ময়দান কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে জামায়াতের আমীরের।
বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআরএম/এসআইএস