ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৪
বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম গ্রেপ্তার

বগুড়া: বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রোববার (০৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আলিম উদ্দিন বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দাড়িয়াল নিজ বাড়ি থেকে আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আলিম উদ্দিনের বিরুদ্ধে গত ৫ আগস্টের পর তিনটি হত্যা মামলা দায়ের কর হয়।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।