রংপুর: রাজধানীর পাশাপাশি রংপুরেও উম্মোচন করা হয়েছে জামায়াতের জুলাই ২০২৪ এর স্মারক দ্বিতীয় স্বাধীনতায় শহীদ যারা গ্রন্থের মোড়ক উম্মোচন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুরে রংপুর নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে উম্মোচন অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালনা পরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগর আমীর এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট কাওছার আলী।
এ সময় বক্তারা বলেন, এ স্মারকের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদদের অমর করে রাখলো জামায়াত। কারণ তাদের জন্যই ফ্যাসিবাদমুক্ত হতে পেরেছে বাংলাদেশ। এ সময় তারা জুলাই গণহত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার শুরুর দাবিও জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
জেএইচ
বাংলাদেশ সময়: ৪:০৪ পিএম, ফেব্রুয়ারি ৫, ২০২৫ /