ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে’

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে’

মৌলভীবাজার: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (মৌলভীবাজার সদর- রাজনগর) আসনের সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, ‘বাংলাদেশের হিন্দু ভাইয়েরা শান্তিতে বসবাস করছেন, ভালো আছেন।  এই ভারতীয় মিডিয়াগুলোর অপপ্রচারের বিরুদ্ধে হিন্দু ভাইদের এগিয়ে আসতে হবে।

কারণ আমরা মুসলমানরা এর জবাব দিলেও তারা বিশ্বাস করবেন না। কিন্তু হিন্দু ভাইয়েরা যদি বলে আমাদের বাড়িতে বা মন্দিরে কোনো আক্রমণ বা হামলা হয়নি-এগুলো সব মিথ্যাচার। এসব মিথ্যাচার আমাদের বিরুদ্ধে আমাদের দেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো করছে তাহলে অন্যরা বিশ্বাস করবে। এসব মিথ্যাচার পতিত হাসিনা ও তার দোসররা দেশের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। ’

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজনগর সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এম নাসের রহমান বলেন, ভারতের অনলাইনে ও পত্রপত্রিকায় নিউজ বের হয়েছে যে, বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে। কিন্তু রাজনগরের কুশিয়ারা নদীর পাড় থেকে থেকে দক্ষিণে কামারচাক পর্যন্ত হাজার হাজার হিন্দু পরিবার বসবাস করছেন। কোথাও কি কোনো হিন্দু পরিবারের ভাইদের বাড়িতে হামলা হয়েছে? কোনো মন্দিরে কি হামলা বা আক্রমণ হয়েছে? এই সমস্ত অপপ্রচার ভারতের মিডিয়াগুলো করছে এদের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীসহ দেশের মানুষদের রুখে দাঁড়াতে হবে। দলের সর্বস্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাব দিতে হবে।

তিনি বলেন, বিএনপির যে নেতারা ‘জয়বাংলা জয় বঙ্গবন্ধু ’ বলে সাত মাসের এমপির সাথে যোগ দিয়েছেন, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। কারণ, বিএনপির কোনো নেতা সাত মাইয়া এমপির সাথে বসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইবো আবার সে বিএনপি করবে এটা মেনে নেওয়া যায় না এবং কোনো পর্যায়ের কমিটিতে রাখা যাবে না।

এলাকার উন্নয়ন করতে এমপি হওয়া লাগে না বলে এম নাসের রহমান বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারে সময়ে রাজনগরের তেমন কোনো উন্নয়ন করা হয়নি। এম সাইফুর রহমান ও আমিই রাজনগরের উন্নয়ন করেছি। রাজনগর-বালাগঞ্জ সড়ক ভেঙে গেছে। কিন্তু এই সড়কের কাজের প্রস্তাব পাঠানো হলেও তা বাতিল করা হয়। আমি যোগাযোগ উপদেষ্টার সাথে কথা বলে রাজনগর-বালাগঞ্জ সড়ক ও মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জসহ তিনটি সড়কের প্রজেক্ট পাস করিয়েছি। ’

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম বেলালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী বিএনপি নেতা জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়ছল আহমদ চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, মোয়াজ্জেম হোসেন মাতুক, এমএ মুকিত, মোহম্মদ হেলু মিয়া, আশিক মোশারফ, ফখরুল ইসলাম, বকসি মিছবাউর রহমান, মতিন বক্স, মোহাম্মদ আব্দুর রহিম রিপন, মনোয়ার আহমেদ রহমান, আনিছুজ্জামান বায়েছ, স্বাগত কিশোর দাস চৌধুরী, মাহমুদুর রহমান, আশরাফুরজ্জামান খান নাহাজ, দূরুদ আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৪
বিবিবি/এসএএইচ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।