ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বগুড়ায় নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় নাশকতা ও ভাঙচুরের মামলায় চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার চিকাশী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

জানা গেছে, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মাদ সিরাজ নির্বাচনী গণসংযোগ করতে ধুনট শহরের কলাপট্টী এলাকায় যান। এসময় সাবেক সংসদ সদস্য হাবিবের নেতৃত্বে তার লোকজন জিএম সিরাজের গাড়ি বহরে হামলা চালিয়ে কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করেন।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে গত ৮ অক্টোবর থানায় মামলা করেন। ওই মামলায় আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আওয়ামী লীগ নেতা আলেপ বাদশার নাম না থাকলেও অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, চিকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেপ বাদশা মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
কেইউএ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।