ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিজয় দিবসে কর্মসূচি দিল ছাত্রশিবির

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
বিজয় দিবসে কর্মসূচি দিল ছাত্রশিবির

৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির।  

রোববার (১৫ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে কর্মসূচি প্রকাশ করা হয়।

১৬ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কর্মসূচি চলবে।  

কর্মূসূচির মধ্যে রয়েছে- র‍্যালি ও আলোচনা সভার আয়োজন; শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল; রচনা, কুইজ ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা।  

এছাড়া ইয়াতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে খাবার গ্রহণ; মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান; মেডিকেল ক্যাম্প ও ব্লাড ডোনেশন প্রোগ্রাম; সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠের আসর ও দেয়ালিকা প্রকাশ; শহীদী গান ও ভিডিও ডকুমেন্টারি প্রচার; জাতীয় ও স্থানীয় পত্রিকা, সোশ্যাল মিডিয়া প্রভৃতি প্ল্যাটফর্মে বিজয় দিবস সম্পর্কিত লেখালেখি করা।

কর্মসূচিগুলো পালন করতে ছাত্রশিবিরের সকল শাখাকে আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।