চাঁদপুর: চাঁদপুর শহরের কোর্ট স্টেশনে ছিন্নমূল জনগণকে শীতবস্ত্র উপহার দিয়েছেন জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখার নেতারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে শহর জামায়াতের উদ্যোগে শতাধিক ছিন্নমূল নারী, পুরুষ ও শিশুকে কম্বল দেন জামায়াত নেতারা।
গত কয়েকদিন চাঁদপুরে শীতের তীব্রতা বেড়েছে। আর ছিন্নমূল লোকজন শীতের মধ্যে খুবই কষ্টের মধ্যে রেল স্টেশনে খোলা স্থানে ঘুমান। তাদের শীত নিবারণে শহর জামায়াত নেতারা এগিয়ে এসেছেন।
শীতবস্ত্র উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাজাহান খান, সাধারণ সম্পাদক শেখ মো. বেলায়েত হোসেন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির মো. মাইনুদ্দিন, ১০ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির গোলাম মাওলা ও শহর শ্রমিককল্যাণ সেক্রেটারি সাইফুদ্দিন সালেহ।
শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাজাহান খান জানান, জামায়াতের আমির সারা দেশে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমরা এসব শীতবস্ত্র উপহার দিয়েছি। এ ধারা অব্যাহত থাকবে। বিগত দিনেও প্রাকৃতিক দুর্যোগসহ নানা সময়ে অসহায়দের পাশে ছিল জামায়াত। আশা করি, সমাজের বিত্তশালীরাও এভাবে অসহায়, দুস্থ, ছিন্নমূল ও গরিব মানুষের সহায়তায় এগিয়ে আসবেন।
বাংলাদেশ সময়: ০৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৪
এসআই