ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
কাপ্তাইয়ে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা রাইখালী ইউনিয়ন পরিষদের ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় ওবায়েদ উল্লাহ নামে এক যুবলীগ নেতাকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।

জানা গেছে, সোমবার রাতে উপজেলার রাইখালী ইউনিয়নের বালুখালী এলাকায় এ ঘটনা ঘটেছে।  

নিহত যুবলীগ নেতা ওবায়েদ উল্লাহ উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা।

ওসি জানান, সোমবার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে ওবায়েদ উল্লাহ কারিগরপাড়া বাজারে নিজের দোকান বন্ধ করে বাসায় ফিরছিলেন। পথে বালুখালী এলাকায় তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা ওবায়েদ উল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে কিছুই জানাতে পারেননি পুলিশ ও দলীয় নেতাকর্মীরা।

কাপ্তাই উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর সিদ্দিকী বলেন, সোমবার রাতে রাইখালী ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি ওবায়েদ উল্লাহকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বালুখালী এলাকাটি দুর্গম এলাকা। হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো জানতে পারিনি। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করছি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।